প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ভারতে পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২ ১৩:২০:২৭ | আপডেট: ২ years আগে
মহানবীকে কটূক্তির প্রতিবাদে ভারতে পুলিশ-বিক্ষোভকারীর সংঘর্ষ, নিহত ২
সংগৃহীত

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপি নেত্রী নুপূর শর্মার করা কটূক্তির প্রতিবাদে রাঁচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বেশ কয়েকদিন আগে এক টিভি শো চলাকালীন সময়ে মোহাম্মদ (সা.) কে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। যার প্রতিবাদে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার রাঁচিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালায় পুলিশ। করা হয় লাঠিচার্জও। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গুরুতর আহত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বিক্ষোভকারীকে। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। আহত দশজন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন- বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: এফবিসিসিআই সভাপতি

এদিকে সংঘর্ষের ঘটনার পর কার্ফিউ জারি করেছে পুলিশ। শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

রাঁচি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অনীশ গুপ্ত বলেছেন, সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রয়েছে। নগরীতে কারফিউ জারি করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।