প্রচ্ছদ ›› জাতীয়

দুর্ঘটনা নিয়ে যা বললেন বিএম কনটেইনারের মালিক

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২ ২১:২৩:৪৮ | আপডেট: ৩ years আগে
দুর্ঘটনা নিয়ে যা বললেন বিএম কনটেইনারের মালিক
মুজিবুর রহমান

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় বিস্মিত স্মার্ট গ্রুপের পরিচালকরা। হতাহতের সংখ্যা ও আহতদের আশঙ্কাজনক অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে এই পরিবারের সদস্যরা।

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি জানান, বিস্ফোরণের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

মুজিবুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি নিঃসন্দেহে সারাদেশের জন্য বেদনাদায়ক। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সবাই আমার পরিবারের সদস্য। যারা হতাহত হয়েছেন সবাই আমার আপনজন। আমি ও আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের যেকোনো প্রয়োজনে মানবিকতার সর্বোচ্চ নজির স্থাপন করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরো জানান, আর্থিক-মানসিক সহযোগিতার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে স্মার্ট গ্রুপ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। একটু পর বিস্ফোরণ হলে কনটেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। এ সময় মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন- সীতাকুণ্ডে নিহত বেড়ে ৪৯

এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

আরও পড়ুন- বিশ্বমিডিয়ায় সীতাকুণ্ডের আগুন